অবশেষে জানা গেলো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশারফ রুবেলের বর্তমান অবস্থা। তার বায়োপসি রিপোর্ট হাতে এসেছে। তার বায়োপসি রিপোর্টে ক্যানসারের কোনো জার্ম পাওয়া যায়নি।
জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুরে। গত মঙ্গলবার সফল অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে৷ অস্ত্রোপচারের কিছু সময় পরই মোশাররফ রুবেল স্বাভাবিকভাবেই কথা ও নড়াচড়া করতে পারছিলেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের বিখ্যাত নিউরোলোজিস্ট এলভিন হংয়ের অধীনে হওয়া অস্ত্রোপচার শেষে বায়োপসি রিপোর্টের জন্য বেশ কিছুদিন অপেক্ষার শেষে আজ জানা গেছে। রিপোর্ট অনুযায়ী কিছুটা স্বস্তি পেতেই পারেন মোশাররফ রুবেল,তার পরিবার আর ক্রিকেটপ্রেমীরা।
বায়োপসি রিপোর্ট অনুযায়ী, মোশাররফ রুবেলের দেহে আপাতত ক্যান্সারের কোন জার্ম পাওয়া যায়নি। তবে মাউন্ড এলিজাবেথের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রুবেলকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হবে। এছাড়া আগামী শনিবার দেশে ফেরার পর এক মাস পর পর্যবেক্ষণের জন্য আবারও সিঙ্গাপুরের চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে রুবেলকে।