বিশ্বকাপে খেলতে হলে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করতে হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এই শর্তের কারনে চলতি আইপিএল আসরে অংশ নিতে পারছেন না লাসিথ মালিঙ্গা। শুক্রবার এমনটাই জানিয়েছিলেন তিনি। এদিনই তিনি দিয়ে রেখেছেন আরো একটি ঘোষাণা। জানিয়ে দিয়েছেন ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অবসর নেবেন লাসিথ মালিঙ্গা।
সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে হারের পরই সংবাদ সম্মেলনে মালিঙ্গা জানিয়েছেন, ‘২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ক্রিকেট থেকে অবসর নেব।’
৩৫ বছর বয়সী মালিঙ্গার ২০০৪ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়। বিশ্বকাপে তাঁর দুটি হ্যাটট্রিক রয়েছে।এছাড়া একদিনের আন্তর্জাতিকে তিনবার হ্যাটট্রিক করেছেন। ২০০৭ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর চার বলে চারটি উইকেট নেওয়ার বিরল নজিরও রয়েছে মালিঙ্গার।
শ্রীলঙ্কার হয়ে ২১৮ ওয়ানডেতে ৩২২ উইকেট নিয়েছেন মালিঙ্গা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৭২ ম্যাচে ৯৭ উইকেট নিয়ে আছেন সেরা উইকেট সংগ্রাহকদের দ্বিতীয় স্থানে। আরেকটি উইকেট হলে ছুঁয়ে ফেলবেন শীর্ষে থাকা পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।