সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন বিশ্ব ক্রিকেটে হুলুস্থুল ফেলে দিয়েছেন জস বাটলারকে মানকাডিং আউট করে। অশ্বিনের মতো বড় মাপের একজন ক্রিকেটারের কাছে এমন জঘন্য কাজ মেনে নিতে পারছেননা ক্রিকেটবোদ্ধারা।
রাজস্থানের ব্যাটসম্যান জস বাটলারকে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচটিতে মানকাডিং আউট করে বিতর্কের জন্ম দেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়া এই বিতর্কে এবার নাম লেখালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর দুই কর্মকর্তা।
এক সাক্ষাৎকারে বিসিসিআই এর কর্মকর্তা বলেন, “একজন ক্রিকেটারকে বোকা বানানোর ক্ষেত্রে ক্রিকেটীয় দক্ষতা ছাড়া অন্য কিছু প্রয়োগ করা উচিত নয়। প্রতিযোগিতা থাকা ভাল, কিন্তু তারও একটা সীমা থাকা দরকার।”
অন্য এক কর্তা বলেন, “যে ভাবে আউট করা হয়েছে, তা পিছন থেকে ছুরি মারার মতোই একটা ব্যাপার। সেই কারণেই সর্বস্তর থেকে সমালোচনা ধেয়ে আসছে।”