অস্ট্রেলিয়ান সাবেক পেসার ব্রেট লি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে ভারতে অবস্থান করছেন। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচন নিয়ে কথা বলতে যেয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। যার ফলে তাকে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে।
ব্রেট লি সম্প্রতি অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী টনি এবোটকে সিডনি ওয়ারিংগাল আসনে সমর্থন দিয়ে টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। অস্ট্রেলিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে এই ক্রিকেটারের।
ভিডিও বার্তায় ব্রেট লি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের অবশ্যই টনি যা করেছে তার প্রশংসা করা উচিত, শুধু তাই নয় ভবিষ্যতে সে যা করবে তারও প্রশংসা করা উচিত। আমি অবশ্যই আমার ভোট টনি এবোটকে দিবো এবং আমি নিশ্চিত করতে চাই আমার কমিউনিটিতে যারা রয়েছে তারা বর্তমান উন্নয়নের ধারাকে ধরে রাখতে সহায়তা করবে।’
তিনি আরো বলেন, ‘আমি টনিকে অনেক বছর ধরে চিনি। আমি তাকে একজন ভালো বন্ধু হিসেবে জানি। সে তাই করে যা আমাদের দরকার। সে সবসময় অবহেলিত জনগণের জন্য কাজ করে। সে এমন একজন যে সামনে থেকে নেতৃত্ব দেয়। আমি আমার সমর্থন অবশ্যই তাকে দিবো।’
টনি এবোট এর আগেও বেশ কয়েকবার ওয়ারিংগাল আসন থেকে জয়লাভ করেছেন। সাবেক অলিম্পিক জালি স্টেগাল এবার এবোটের বিপক্ষে লড়বেন। নির্বাচনে স্টেগালের জয়লাভ করার বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবার। অন্যদিকে তিনি উপর বেশ কিছু কারণে অস্ট্রেলিয়ার জনগণ ক্ষুব্ধ। আর টনিকে সরাসরি এভাবে সমর্থন দেয়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রেটলির উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা।