গত মঙ্গলবার জাতীয় দলের সাবেক স্পিনার এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার মোশাররফ রুবেলের মাথায় ব্রেইন টিউমারের সফল অস্ত্রোপচার হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। আজ শনিবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরছেন তিনি।
মোশাররফের জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপারটা হলো তার টিউমারে ক্যান্সারের কোনো জার্ম পাওয়া যায়নি আর সে কারণে তিনি শংকামুক্ত। তবে কেমো ও রেডিও থেরাপি দিতে সিঙ্গাপুরে আবারো যেতে হবে তাকে। প্রতি মাসেই একবার করে যেতে হবে সিঙ্গাপুর এবং দিতে হবে এই থেরাপি। যাতে করে টিউমারটি আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর সমস্যা হলো এই চিকিৎসা পদ্ধতিটি খুবই ব্যায়বহুল।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে প্রায় তিন ঘন্টা সময় ধরে মোশাররফের মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচারের কিছুক্ষন পরেই জ্ঞান ফেরে এই স্পিনারের।