16.3 C
New York
Sunday, June 4, 2023

Buy now

আয়ারল্যান্ড-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে টাইগাররা। ওয়ানডে সিরিজের পুরোটা সিলেটে হলেও টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ২৯ ও ৩১ মার্চ।

সিরিজকে সামনে রেখে শনিবার (২৫ মার্চ) থেকে শুরু হয়েছে অনলাইনে টিকেট বিক্রি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম অনলাইন টিকিট চালু করে। শনিবার দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয়েছে প্রথম ম্যাচের টিকিট। বাকি দুটি ম্যাচের অনলাইন টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন।

আরও পড়ুন: এশিয়ান হকিতে দুই বাংলাদেশি

টিকিট নিবন্ধন নিশ্চিত করতে লাগবে দর্শকের জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নম্বর। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ ২টি টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট কেনার পর সেটা সংগ্রহ করতে হবে বুথ থেকে (ম্যাচের দিন ও তার আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা)।

শনিবার ও রোববার সাগরিকা ও এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকেও টিকিট নেওয়া যাবে। এজন্য দরকার পড়বে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র।

টি-টোয়ন্টি সিরিজে টিকিটের মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা, রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা, ক্লাব হাউজ- ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,791FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles