ইংল্যান্ডের লিভারপুলের মাঘুলে ১৭ বছর বয়সী অ্যালেক্স মফিত মাঘুল নামের এক যুব দলের ক্রিকেটার মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে কোমায় চলে গিয়েছেন।
শনিবার সকালে মাঘুলে রাস্তা দিয়ে হাঁটার সময় মোটর সাইকেলের সাথে মারাত্মক সংঘর্ষে মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হন তিনি। আহত অবস্থায় তাঁকে নিকটস্থ হাসপাতাল ওয়ালটন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরবর্তীতে কোমায় চলে যান তিনি।
পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন এক মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে। জানা গেছে গ্রেফতারকৃত ব্যাক্তি পঞ্চাশ বছর বয়সী এক বৃদ্ধা।
পুলিশ দাবি করছে গ্রেফতারকৃত বৃদ্ধা মাতাল অবস্থায় ড্রাইভিং করছিলেন বলেই এমন ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।