চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। আগামী ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের এবারের আসরের।
এবারের আসরকে সামনে রেখে বেশ শক্তিশালী দল গঠন করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। শিরোপার লড়াইয়ে অনেকটাই এগিয়ে তারা। তারকায় ঠাসা এবারের পাঞ্জাব দলে।
একনজরে দেখে নিন এবারের আসরের পাঞ্জাব স্কোয়াডঃ
ক্রিস গেইল, ডেভিড মিলার, কেএল রাহুল, নিকোলাস পুরান, করুণ নায়ার, মোহাম্মদ শামি, স্যাম কুরান, মায়াঙ্ক আগরওয়াল, অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, রবিচন্দ্রন অশ্বিন, মুজিব-উর রহমান, মনদিপ সিং, মুরুগান অশ্বিন, হরপ্রীত ব্রার, অগ্নিবেশ আয়াচি, প্রবিসম্রান সিং, দর্শন নালাকাঁড়ে, আরশদীপ সিং, হার্ডাস বিলজোয়েন, বরুণ চক্রবর্তী, সরফরাজ খান, মোজেস হেনরিক।