আজ ২৪ মার্চ রবিবার চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচে দারুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সাকিব আল হাসানের ৩২ তম জন্মদিন। বলা যেতে পারে নিজের জন্মদিনে নিজেকেই রেকর্ড উপহার দিলেন সাকিব।
আজকের ম্যাচে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল সাকিবের সামনে। শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলে ৫৭ উইকেট শিকার করেছিলেন। ২০১৮ আইপিএল পর্যন্ত সাকিব ৬০ টি ম্যাচ খেলে সমান ৫৭ টি উইকেট শিকার করেছিলেন।
আজ আইপিএল ক্যারিয়ারের ৬১ তম ম্যাচে প্রথম ওভারে বল করতে এসেই উইকেট শিকার করেন সাকিব। হায়দরাবাদের হয়ে কলকাতার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনকে দলের হয়ে প্রথম শিকারে পরিণত করে ৫৮ তম উইকেট দখল করে ওয়ার্নকে ছাড়িয়ে গেলেন তিনি।