আগামীকাল ২৩ মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের এবারের আসরের। চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০১৯ আইপিএল।
অন্যান্য বারের মতো এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে থাকছেনা কোনো জমকালো অনুষ্ঠান। কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় ৪o জনেরও বেশি স্পেশাল পুলিশ নিহত হবার ঘটনায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এই আসরে। তার বদলে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময় সেনা সদস্যদের দ্বারা একটি মিলিটারি ব্যান্ড পারফর্ম পরিচালিত হবে।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক আগের ১১ বার আইপিএলে কোন দল কতবার শিরোপা জিতেছেঃ-
০১. চেন্নাই সুপার কিংস – ৩ বার শিরোপা জয়ী দল
০২. মুম্বাই ইন্ডিয়ানস – ৩ বার শিরোপা জয়ী দল
০৩. কলকাতা নাইট রাইডার্স – ২ বার শিরোপা জয়ী দল
০৪. রাজস্থান রয়্যালস – ১ বার শিরোপা জয়ী দল
০৫. সানরাইজার্স হায়দরাবাদ – ১ বার শিরোপা জয়ী দল
০৬. ডেকেন চার্জার্স – ১ বার শিরোপা জয়ী দল