আইপিএলের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বিরাট কোহলির বেঙ্গালুরু। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কলকাতা-হায়দরাবাদ। দুটি দলই শিরোপ জয়ের লক্ষ্য রেখে দল গঠন করেছে। তাই আজ আসরের প্রথম ম্যাচ থেকেই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে।
পরিসংখ্যানের দিকে তাকালে পাওয়া যায় মোট ১৫ রারের মুখোমুখি লড়াইয়ে নয় বার জয় নিয়ে মাঠ ছেড়েছে কতকাতা। তবে এর মধ্যে কলকাতার মাঠ ইডেন গার্ডেনে সাতটি ম্যাচের পাঁচটিতে জিতেছে কলকাতা দুটিতে হায়দরাবাদ। গত বছর ইডেনে দুটি ম্যাচ খেলেছিল হায়দরাবাদ। দুটিতেই হারতে হয়েছিল তাদের। প্রথমে ম্যাচে নামার আগে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কলকাতা ও হায়দরাবাদের সম্ভাব্য একাদশ।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
কলকাতার সম্ভাব্য একাদশ- দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযূশ চাওলা, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উথাপ্পা।
হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, সাকিব আল হাসান, মাণীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ।
এদিকে ইনজুরিতে আজকের ম্যাচে কিছুটা অনিশ্চিত কেন উইলিয়াশসনের খেলা। তিনি না খেললে আজ হায়দরাবাদকে নেতৃত্ব দেবে ভুবনেশ্বর কুমার।