আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা। তবে কোপা আমেরিকায় আসর শুরু হওয়ার আগে স্বস্থির জয় পেল আর্জেন্টিনা। বুধবার রাতে মেসি বিহীন আর্জেন্টিনা মরক্কোকে ১-০ গোলে হারিয়েছে।
মেসি ছাড়াও আগের ম্যাচের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন আর্জেন্টাইন কোচ। অনুমিতভাবেই এ ম্যাচেও ছিলেন না দলের সিনিয়র তারকারা। তবে পাওলো দিবালাকে পরীক্ষা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যদিও কোপা আমেরিকার আগে ‘শেষ পরীক্ষা’য় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি জুভেন্টাস তারকা।
প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলে আর্জেন্টিনার। ম্যাচের ৮৩তম মিনিটে মাতিয়াস সুয়ারেজের পাস থেকে পেনাল্টি ডি বক্সের মধ্যে বল পেয়ে যান বদলি হিসেবে খেলতে নামা অ্যাঙ্গেল কোরেয়া। সেখান থেকে ডান পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান এই অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ১-০ গোলের ব্যবধান রেখেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচ হলেও খেলার চেয়ে ফাউল হয়েছে বেশি। পুরো ম্যাচে আর্জেন্টিনা ২৭ এবং মরক্কো ২২, সব মিলিয়ে ৪৯ বার ফাউল হয়েছে। আর্জেন্টিনা পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে ১৬ জুন। কোপা আমেরিকার সেই ম্যাচের প্রতিপক্ষ কলম্বিয়া।