আজ শনিবার আনুমানিক সকাল ৬টার দিকে রাজধানী গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন লাগে। এর সাথে সাথেই ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে এ আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে ততক্ষনে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের ২৯১টি দোকান। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনী। তবে এ পর্যন্ত এখনো কোনো হতাহতের খবর পাওয়া যাই নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। এরপর আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী।
এদিকে, ইতিমধ্যে সেই খবর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের কানে। তিনি সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছেন। ঘটনার পর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
মুশফিক লিখেছেন, ‘গুলশান-১ এ ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। ওই এলাকা এড়িয়ে চলুন। যেন ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী যানবাহনের চলাচলে অসুবিধা না হয়।’