14.7 C
New York
Thursday, October 6, 2022

Buy now

পরকীয়ার জন্য ঘর ভাঙছে পিকে-শাকিরার!

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা-ওয়াকা’য় মজেছিল গোটা বিশ্ব। আর সেই গানটি গেয়েছিলেন পপস্টার শাকিরা। আর তার সেই মোহনীয় সুর ছুঁয়ে ছিল স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের হৃদয়ও। শুধু তাই নয় এরপর প্রেম, সংসার। একসাথে কাটিয়েছেন দীর্ঘ ১২টি বছর।

তবে স্প্যানিশ জনপ্রিয় একটি সংবাদমাধ্যম এল পিরিওডিকোর বরাতে মার্কা জানিয়েছে, দীর্ঘ ১২ বছরের পথচলার সমাপ্তি ঘটতে চলছে। জানা গেছে, পরকীয়ায় মজে থাকা বার্সেলোনা ডিফেন্ডারকে হাতেনাতে ধরেছেন শাকিরা। তারপর থেকেই আলাদা বাড়িতে থাকছেন এই যুগল।

আরও পড়ুন: বিসিবিতে যুক্ত হচ্ছেন ভারতের ওয়াসিম জাফর!

তবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে পিকে-শাকিরার ১২ বছরের দীর্ঘ সম্পর্ক হলেও এখনো বিয়ে করেননি তারা। তবে তাদের দুটি সন্তান রয়েছে।

বর্তমানে বার্সেলোনায় নিজের বাড়ি কালে মুনতানের ব্যাচেলর হাউসে থাকছেন পিকে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কিছু প্রতিবেশী গেল এক সপ্তাহ তাকে এই ঘরে ঢুকতে ও বেরোতে দেখেছেন।

আরও পড়ুন: আবারও টেস্টের অধিনায়ক সাকিব আল হাসান!

শুধু তাই নয়, সম্প্রতি শাকিরার ‘তে ফেলিসিতো’ নামে একটি গান রিলিজ পেয়েছে। যার লিরিকের পরতে পরতেও পিকের প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা গেছে।

গানের লিরিকে বলা আছে, ‘আমি তোমাকে গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি। আমাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু মনোযোগ দিইনি তখন।’

আরও পড়ুন: পুতিনকে চিঠি পাঠালো ব্রাজিলের লিজেন্ড পেলে!

গানে গানে ক্ষোভ প্রকাশ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনেই চুপ আছেন। এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।

বিডি স্পোর্টস নিউজ/জেএন

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,514FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles