আইপিএল দ্বাদশ আসরে বেঙ্গালুরুকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর দেওয়া ৭১ রানের লক্ষ্য পূরণে ৭ উইকেট ও ২.৪ ওভার হাতে রেখেই জয় তুলে নিলো চেন্নাই সুপার কিংস।
বেঙ্গালুরুর দেওয়া ছোটে রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। ১০ বল থেকে শূন্য রানে চাহালের ঘূর্ণির শিকার হন তিনি। দ্বিতীয় উইকেটে রায়ডু ও রায়না তোলেন ৩২ রান। এই জুটির ২১ বল থেকে ১৯ রান করা রায়নাকে বিদায় করেন মইন আলী। আউট হওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না।
তৃতীয় উইকেটে রায়ডু ও কোদার যাদব জুটিতে আসে ১৯ রান। দলীয় ৫৯ রানের সময় ৪২ বল থেকে ২৮ রান করা রায়ডু সিরাজের বলে বোল্ড আউট হন। চতুর্থ উইকেটে দলের জয় নিশ্চিত করেন যাদব ও জাদেজা। এ সময় জাদব ১৩ ও জাদেজা ৭ রানে অপরাজিত থাকেন।
বেঙ্গালুরুর হয়ে চাহাল ৪ ওভারে মাত্র ৬ রান এবং মইন আলী ১৯ রান খরচায় ১টি করে উইকেট নেন।