16.3 C
New York
Sunday, June 4, 2023

Buy now

ইংল্যান্ডে ছুটি কাটাবেন তামিম-তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা টাইগাররা দেশে ফিরবেন মঙ্গলবার (১৬ মে) বিকেলে। তবে এদিন দলের সঙ্গে ফিরবেন না জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তারা দুজন ইংল্যান্ডেই কয়েকদিন ছুটি কাটাবেন।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন চেমসফোর্ড অবস্থানরত বাংলাদেশ মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। সাকিব আল হাসানের দেশে ফেরা সর্ম্পকে তিনি বলেন, ‘আমি ঠিক কনফার্ম না সাকিবে দেশে না আমেরিকা যাবে? তবে এটুকু বলতে পারি, আমাদের সাথে চেমসফোর্ড থেকে দুবাই পর্যন্ত একই ফ্লাইটে যাবেন সাকিব। সেখান থেকে কি ঢাকা যাবে, না যুক্তরাষ্ট্র উড়ে যাবে, তা বলতে পারছি না।’

আরও পড়ুন: আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি: তামিম

সোমবার দিনগত রাত ২টার দিকে চেমসফোর্ড থেকে এমিরেটসের একটি ফ্লাইটে করে দুবাই হয়ে দেশে ফেরার যাত্রা শুরু করেছে টিম বাংলাদেশ।

বলার অপেক্ষা রাখে না, আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে জাতীয় দল অন্তত ২ সপ্তাহ বিশ্রাম পাবে। এ সময়টা তাদের ছুটি বলেই গণ্য হবে। আবার চলতি মাসের একদম শেষদিকে (সম্ভবত ২৮ মে) আবার শেরে বাংলায় সবাইকে অনুশীলনে ডাকা হবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,791FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles