জীবনের ৩১ টি বসন্ত পার করে ৩২ এ পা দেয়া সাকিব আল হাসানকে জয় উপহার দিয়ে তার জন্মদিন স্মরণীয় করে রাখতে চায় সাকিবের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ। আজ সাকিব মাঠে নামতে পারবেন কি পারবেননা তা বোঝা যাবে বিকেল ৪.৩০ মিনিটে সাকিবের দল যখন মাঠে নামবে তখন। কারণ, আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে ৪ জনের বেশি বিদেশী খেলোয়াড় খেলাতে পারবেনা তারা। আর হায়দরাবাদে বিদেশী খেলোয়াড়ের সংখ্যা একটু বেশিই, আর মোটামুটি সবাই আছেন ফর্মে।
যাই হোক সাকিব খেলুক বা না খেলুক হায়দরাবাদ কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সতীর্থদের কাছে জন্মদিনে সাকিবকে জয় উপহার দেয়ার জন্য মিনতি করেছে।
তারা লিখেছে, ‘সাকিব আল হাসানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিন উদযাপনের জন্য কী অসাধারণ এক দিন এটি!
সাকিবের জন্য সবচেয়ে সেরা উপহার কী হবে তা আপনারা জানেন, তাই নয় অরেঞ্জ আর্মি?’
এখন পর্যন্ত ৬০ টি আইপিএল ম্যাচ খেলা সাকিব ব্যাট হাতে ৭৩৭ রান করেছেন এবং বল হাতে শিকার করেছেন ৫৭ উইকেট।