আজ ২৩ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, আম্বতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডেভিড উইলি ও মোহিত শর্মা।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিভাম ডুব, ওয়াশিংটন সুন্দর,টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।