17.4 C
New York
Thursday, October 3, 2024

Buy now

স্বাধীনতা দিবসে প্রিয় দেশবাসীকে ক্রিকেটারদের শুভেচ্ছা

আজ বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের শুভ জন্মদিনে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা প্রিয় দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে তারা দেশবাসীকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক পোস্টে লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যিনি বর্তমানে আইপিএল খেলার উদ্দেশ্যে ভারতে অবস্থান করছেন। সাকিব লিখেছেন, “স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাদের, যারা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালির হৃদয়ে।
তিনি আরো লিখেছেন, “যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য আমরা তাদের প্রতি আজন্ম ঋণী থাকবো। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখি। সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

জাতীয় দলের ভরসাযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম জাতীয় পতাকায় নিজেকে মুড়িয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্না হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রন্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।”

অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, “সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা।”

মুস্তাফিজুর রহমান লিখেছেন, “শুভ জন্মদিন বাংলাদেশ
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনায় সকলেই উজ্জীবিত হই।”

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, “সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এদেশ আমাদের গর্ব। যারা এদেশের স্বাধীনতা এনে দিতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভালোবাসি বাংলাদেশ।”

পেসার রুবেল হোসেন লিখেছেন, “জাতি আজ স্বাধীনতার ৪৯তম বছরে পদার্পণ করছে। তবে আমাদের স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের, তেমনি বেদনারও। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব জানা-অজানা শহীদকে, যারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়ে গেছেন এ দেশের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল সংগঠক ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের যাদের বিনিময় আমরা পেয়েছি এই স্বাধীনতা এবং তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা।”

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, “মুক্তিযুদ্ধের শহীদদের কখনো ভোলা যাবে না। এটা আমাকে গর্বিত করে যে আমি এই মহান দেশের নাগরিক। আমাদের দেশের জন্য জীবন দেয়া বীরদেরকে কখনো ভোলা যাবে না। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।”

সাব্বির রহমান লিখেছেন, “বিজয়ের সূর্য মিশে আছে লাল সবুজ পতাকায় তেমনি স্বাধীনতা মিশে আছে আমাদের সত্তাই। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা….”

বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয় লিখেছেন, ‘সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি।’

সৌম্য সরকার লিখেছেন, “সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দুর হোক সব দ্বন্দ-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্না হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রন্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। গোলাভরা ধান আর পুকুর ভরা মাছে ভরে উঠুক প্রিয় এই স্বদেশ।সবুজ-শ্যামল এই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলুক।”

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles