12.3 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে

২০২৩ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর বসবে দক্ষিণ আফ্রিকাতে। এ খবর সবার জানা। তবে নতুন খবর হচ্ছে ২০২৪ সালে নবম আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বার্মিংহামে মঙ্গলবার (২৬ জুলাই) আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

বার্ষিক এ সভায় আইসিসি ২০২৪ সাল থেকে ২০২৭ সালের মধ্যকার টুর্নামেন্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ।

আরও পড়ুন: ২০২৫ সালের নারী বিশ্বকাপ হবে ভারতে

আইসিসি জানিয়েছে, বাংলাদেশে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। ১০টি দল মিলে খেলবে মোট ২৩টি ম্যাচ। এর আগে ২০১৪ সালে প্রথমবারের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ ছিল বাংলাদেশ।

এদিকে এবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। প্রতিযোগিতাটির ১৩তম এ আসরে আটটি দলের মধ্যে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আবারও কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল

২০২৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ইংল্যান্ডে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে তারা।

আইসিসির ২০২৪-২৭ সাল পর্যন্ত সার্কেলের শেষ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ২০২৭ সালে লঙ্কানরা আয়োজন করবে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ৬টি দল মিলে খেলবে ১৬টি ম্যাচ।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles