রোববার রাতে উয়েফা ২০২০ বাছাইপর্বে আমস্টারডাম অ্যারেনায় স্বাগতিক নেদারল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে জার্মানি। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন জার্মান মিডফিল্ডার নিকো শুলজ।
শুরু থেকেই দারুণ খেলতে থাকা জার্মানি ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায়। টনি ক্রুস ও মিডফিল্ডার শুলজের কাছ থেকে পাওয়া বল নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে নেদারল্যান্ডের জাল কাঁপান সানে।
৩৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। আন্টোনিও রডি রুডিগারের পাস থেকে কোনাকুনি উঁচু শটে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জিনাব্রি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ড। ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান কমান ডি লিখট। আর ম্যাচের ৬৩ মিনিটে দলকে সমতায় ফেরান ডিপাই।
তবে এই সমতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৯০ মিনিটে মার্কো রয়েসের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় পেয়ে জার্মানির হয়ে জয় সূচক গোলটি করেন শুলজ।
‘সি’ গ্রুপে নর্দার্ন আয়ারল্যান্ড দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডের পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ খেলা জোয়াকিম লোর জার্মানি।