এস্তোনিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে একাই পাঁচ গোল করে রেকর্ডের খাতায় নাম লেখালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ৭৬ মিনিটের মধ্যেই ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিকটিকে পাঁচ গোলে পরিণত করলেন মেসি। মেসির খেলা দেখে সকলে আশা করছিলো আজ বুঝি ডাবল হ্যাটট্রিক হয়েই যাবে।
আগে ২০১২ সালে ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সিতে লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্সলিগে এক ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ গোল করার রেকর্ড আছে লিওনেল মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম। আর্জেন্টিনার হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে তিন গোলের বেশি করার রেকর্ড ছিল না মেসির। এবার সেই আক্ষেপও দূর করলেন এই বিশ্বসেরা আর্জেন্টাইন জাদুকর।
আরও পড়ুনঃ যে কোনো অনুষ্ঠানের জন্য ক্যাম্প ন্যু ভাড়া দিচ্ছে বার্সেলোনা!
আর্জেন্টিনার তৃতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড গড়লেন মেসি। ১৯২৫ সালে ম্যানুয়েল সিওয়ানে সর্বপ্রথম এ কীর্তি গড়েছিলেন। এরপর হুয়ান মারভেজ্জি ১৯৪১ সালে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন। আর ৮১ বছর পর সেই এলিট ক্লাবে যোগ দিলেন লিওনেল মেসি।

এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা বেড়ে হলো ৮৬টি। এস্তোনিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে জাতীয় দলের জার্সিতে ভিন্ন ৩০টি দেশের বিপক্ষে গোলের কীর্তি গড়েছেন মেসি। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টাইনরা।