ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানা পড়ন পড়েছে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এতদিন সেটা আড়ালে আবডানে থাকলেও পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ সৈনিক নিহত হওয়ার ঘটনায় এখন তা প্রকাশ্য।
ভারতীয় সৈনিক নিহত হওয়ার ঘটানায় ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ পাকিস্তান প্রিমিয়ার লিগের সম্প্রচার থেকে সরে আসে ভারতীয় সম্প্রচার সংস্থা ডি স্পোর্টস। শুধু তাই নয় সেসময় ভারতীয় অনেক স্পন্সরও পিএসএল থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল। সেই একই ধারা অনুসরণ করতে যাচ্ছে পাকিস্তানও।
শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএল পাকিস্তানে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন দেশটির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক।
বুধবার রাতে নিজের টুইটারে সাদিক লিখেছেন, ‘টেলিভিশন রিপোর্টে বলা হয়েছে, সরকার পাকিস্তানে আইপিএলের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’