বুৃধবার ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বৃষ্টি আইনে উত্তরা স্পোটিং ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে আব্দুর রাজ্জাকের দল প্রাইম ব্যাংক। বাঁ-হাতি এই স্পিনার বোলিং নৈপুণ্যে চলতি আসরে পঞ্চম জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রাইম ব্যাংকের রাজ্জাক ৮ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এতেই তিনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেখা পেলেন ৪০০তম শিকারের। বল হাতে ঘরোয়া ক্রিকেটের রাজা রাজ্জাক ২৬৯ লিস্ট ‘এ- ম্যাচে উইকেট সংখ্যা ৪০৩ টি।
তবে ৩৭ ছুঁইছুঁই আব্দুর রাজ্জাকের প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। বর্তমানে প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৫৮১।