12.6 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

মেগা ফাইনালের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো আর্জেন্টিনা!

আগামী ১ জুন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠেয় দক্ষিণ আমেরিকার শিরোপা জয়ী দল আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির মধ্যকার ‘ফিনালিসিমার’ ম্যাচের জন্য একটি চমক রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

ইনজুরিতে পরে গত এপ্রিল থেকেই মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেডেস। তবু কোচ লিওনেল স্ক্যালোনির দেওয়া ৩৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।

আরও পড়ুন: মুশফিকের চিঠি সানন্দচিত্তে গ্রহণ করেছে বিসিবি: জালাল ইউনুস

এর আগে ঘোষিত ৩৫ সদস্যের প্রাথমিক দল থেকে আরও ৫ ফুটবলারের জায়গা হয়নি চূড়ান্ত তালিকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুকাস আলারিও ও লুকাস ওক্যাম্পোস।

এক নজরে দেখে নিন ফাইনালের জন্য আর্জেন্টিনার ২৯ সদস্যের দল-

গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
হুয়ান মুসো (আটালান্টা)
হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

আরও পড়ুন: মোস্তাফিজকে খেলাতে চায় বিসিবি!

রক্ষণভাগ-
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া)
নাহুয়েল মলিনা (উদিনেস)
হুয়ান ফয়েথ (ভিলারিয়াল)
ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার)
হেরমান পেৎজেলা (রিয়েল বেটিস)

মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ)
নিকলাস ওটামেন্ডি (বেনফিকা)
লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স)
নাহুয়েন পেরেজ (উদিনেস)
নিকলাস টালিয়াফিকো (আয়াক্স)
মার্কোস আকুনইয়া (সেভিয়া)

আরও পড়ুন: বর্ষসেরার ফুটবলারের পুরস্কার জিতলেন কেভিন ডি ব্রুইন

মধ্যমাঠ-
গিদো রদ্রিগেজ (রিয়াল বেটিস)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন)
রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ)
এসকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন)
জিওভানি লো চেলসো (ভিলারিয়াল)

আক্রমণভাগ-
লিওনেল মেসি (পিএসজি)
আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া)
নিকলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা)
আনহেল ডি মারিয়া (পিএসজি)

আরও পড়ুন: প্রকাশ হলো নারী আইপিএলের পূর্নাঙ্গ স্কোয়াড ও সময়সূচী

আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)
পাওলো দিবালা (জুভেন্টাস)
হোয়াকিন কোরেয়া (ইন্টার)
জুলিয়ান অ্যালভারেজ (রিভার প্লেট/ম্যানসিটি)
লাওতারো মার্টিনেজ (ইন্টার)

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles