মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে চতুর্থ দিনের খেলা চলছে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিনে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান করে জিম্বাবুয়ে। এরপর টাইগারদের দারুণ বোলিংয়ের কারনে শেষ পর্যন্ত ২৬৫ তে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস।
জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রানের বিশাল পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৯ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১০০ রান করতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মুশফিকুর রহীম, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, নাইম হাসান।
জিম্বাবুয়ে একাদশ: প্রিস মাসভরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, ভিক্টর নিয়াচি, এইস্লে এনলুভো, চার্লটন টিসুমা।