লাইভ দেখতে এই লিংকে ক্লিক করুন :
Live Cricket Tv | Watch Live Cricket | Watch Live India vs Bangladesh Match
Watch Live Bangladesh vs South Africa 3rd One Day Match Link 1: Click
Watch Live Bangladesh vs South Africa Final One Day Match Link 1: Click
Watch Live Bangladesh vs South Africa 3rd One Day Match Live Streaming Link 1: Click
Watch Live Bangladesh vs South Africa Last One Day Match Link 1: Click
Watch Live Bangladesh vs South Africa Final One Day Match Link 1: Click
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসভাগ্য টাইগারদের সহায় হয়নি। প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক টস জিতে তামিমদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন।
তবে আগে ফিল্ডিং পাওয়াই যেন বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৯ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন তাসকিন। এছাড়া সাকিব দুটি এবং শরিফুল ও মিরাজ একটি করে উইকেট লাভ করেছেন।
তাসকিনের ওয়ানডে ক্যারিয়ার শুরুই হয়েছিল ভারতের মতো দলের বিপক্ষে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে। কিন্তু এরপর ৪৭ ওয়ানডেতে ৬২ উইকেট শিকার করলেও আর ফাইফারের দেখা পাননি তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই অপেক্ষার অবসান ঘটালেন আবারো।
আজকের অঘোষিত ফাইনালে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট একাদশে পরিবর্তনের কোনো ঝুঁকি নেয়নি। ভরসা রেখেছে আগের দুই ওয়ানডে খেলা দলের ওপরেই।
তবে দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন এসেছে। ডোয়াইন প্রিটোরিয়াস একাদশে ঢুকেছেন ওয়েন পারনেলের বদলে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কাইল ভেরেন, জানেমন মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।
বিডি স্পোর্টস নিউজ