বিদায়ী ম্যাচে লর্ডসে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুথি বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহম্মেদ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
টসে জিতলের দলকে ভালো সূচনা এনে দিতে পারলেন না পাকিস্তানের দুই ওপেনার ফকর জামান ও ইমাম উল হক। এই উদ্ধোধনী জুটিতে ২৩ রানের মাথায় বাংলাদেশের হয়ে প্রথম প্রতিরোধ গড়লেন সাইফউদ্দিনন। ৩১ বল থেকে ১৩ রান করা ফখরকে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে প্যাভিলনে ফেরত পাঠালেন তিনি।
ফখরকে বিদায়ে পর ইমামকে সঙ্গ দেন বাবর আজম। এই জুটিতে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যান তারা। এই জুটিতে দেড়শো রান তোলার পর ফের বাংলাদশকে লড়াইয়ে ফেরালেন সাইফউদ্দিন ৯৮ বল থেকে ৯৬ রান করা বাবর আজমকে এল বি ডব্লিই বানিয়ে প্যাভিললে ফেরত পাঠান। বাবরের ইনিংসটি ১১টি বাউন্ডারিতে সাজানো ছিল।
বাবরের বিদায়ে দ্বিতীয় উইকেটে তার ও ইমামের গড়া ১৪৮ বল থেকে ১৫৭ রানের জুটিতে ছেদ পড়লো। ক্রিজ এখন পাকিস্তানের হয়ে ৬৪ রানে ব্যাট করছেন ইমাম উল হক। তৃতীয় উইকেটে তার সঙ্গে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন মোহাম্মদ হাফিজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তৃতীয় উইকেটে ৭ রান যোগ করেছেন। পাকিস্তানের দলীয় সংগ্রহ ৩৩ ওভার শেষে ১৮৭/২।