5.9 C
New York
Friday, March 29, 2024

Buy now

বাবরের ব্যাটে রানের ‘ভূত’!

বর্তমান সময়ে এশিয়া তথা ক্রিকেট দুনিয়ার সেরা দশ ব্যাটসম্যানের নাম নিলে তর্কাতিতভাবেই চলে আসবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নাম। নিখুঁত টাইমিং, প্রপার ব্যালেন্স সাথে উপচে পড়া আত্নবিশ্বাস….ফলাফলে রানের অবিরাম বর্ষণ। সম্রাট বাবরের ন্যায় বোলারদের উপরে রীতিমতো শাসন চালাচ্ছেন এই কীর্তিমানব।

ঈর্ষনীয় ফর্মে আছেন তিন ফরম্যাটেই তবে আজ কথা বলি তার ওয়ানডের আধিপত্য প্রসঙ্গে। ৮৬ ওয়ানডের ক্যারিয়ারে ইতিমধ্যে পেরিয়ে গেছেন চার হাজার রানের মাইলফলক। গড় ৫৯, স্ট্রাইক রেট ৯০ -এর উপরে।

আরও পড়ুন: ‘বুড়ো হাড়ের’ ভেল্কিতে বাজিমাৎ উমেশের!

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচেই ছিলেন দুরন্ত। দুই শতকের বিপরীতে হাঁকিয়েছেন একটি ফিফটি। শেষ দুই ম্যাচেই বগলদাবা করেছেন ম্যাচ সেরার খেতাব। এবারে একটু দেখে নেওয়া যাক গেল ১০ ইনিংসে কেমন ছিল বাবরের উইলো….?

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দশমতম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন বাবর। এরপরে আফ্রিকায় ৬ রানের আক্ষেপে না পুড়লে পেয়ে যেতেন একই সিরিজে দুই হান্ড্রেডের সাক্ষাৎ। ইংল্যান্ডের মাটিতে দুই ম্যাচ ফ্লপ গেলেও এক ইনিংসেই দেড়শো টপকে যান। আর শেষমেশ অজিদের বিরুদ্ধে তো আগুনে পারফরম্যান্স। তবে সাফল্যের মাঝে ব্যর্থতা বলতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুই বল মোকাবিলায় খালি হাতে ফেরাটাই।

সংখ্যায় বাবরের শেষ ১০ ইনিংসের চিত্র :

১০৫, ১১৪, ৫৭, ১৫৮, ১৯, ০, ৯৪, ৩১, ১০৩, ১২৫।

বিডি স্পোর্টস নিউজ/বিপ্রতীপ দাস

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles