আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ফাফ ডু প্লেসিস কে অধিনায়ক করে ১৫ সদস্যর দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ এনরিচ নর্তজে,বাদ পড়েছেন ক্রিস মরিস,হেন্ড্রিকস।
বিশ্বকাপে দল নির্বাচনের ক্ষেত্রে প্রোটিয়ার অভিজ্ঞতাকে বেশি মূল্যয়ন করেছে। তাইতো দলে জায়গা দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলাকে। আমলার সাথে বিশ্বকাপে ওপেনিংয়ে রাখা হয়েছে এইডেন মারক্রামকে।
এদিকে আফ্রিকার ঘোষিত দলে একমাত্র উইকেট রক্ষক হিসেবে আছেন ডি কক। এছাড়া দলে রাখা হয়নি অন্য কোনো প্রসিদ্ধ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। তবে বিকল্প উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালনের প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আছেন ডেভিড মিলার।
অন্যদিকে বরাবরের মতো বিশ্বকাপে প্রোটিয়াদের পেস ডিপার্টমেন্টে দায়িত্বে নেতৃত্ব দেবেন ডেল স্টেইন। এছাড়া আছেন লুইগি এনগিডি, রাবাদা। স্পিন ডিপার্টমেন্টে আছেন ইমরান তাহির ও পার্ট টাইম স্পিনার হিসেবে থাকছেন জেপি ডুমিনি। সব মিলিয়ে একটা ব্যালেন্স দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের বিশ্বকাপ দলঃ
হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), আন্দিল ফেহলুকাও, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডুয়াই প্রিটোরিয়াস, ডেল স্টেইন, লুংগি এনগিডি, এনরিচ নর্তযে, এইডেন মার্করাম, রাসেভ ভেন ডার ডাসেন, তাবারাইজ শামসি, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।