16.8 C
New York
Friday, June 9, 2023

Buy now

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানে ইংল্যান্ড

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি বিশ্বকাপ-২০১৯। আসন্ন ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাংলাদেশকে নিয়ে সতর্ক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান! নেপথ্যে কারণও উল্লেখ করেছেন তিনি।

বিশ্বকাপের আগে অসাধারণ ফর্মে রয়েছে মরগান বাহিনী। টানা ১১টি সিরিজ জয় করে আত্ববিশ্বাসের তুঙ্গে রয়েছে ইংল্যান্ড। সবশেষ সিরিজে হিসেবে পাকিস্তানকে তারা ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। তবে এমন ফর্মে থাকা সত্বেও বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মরগানের দল।

বিশ্বকাপ আসরে আগামী ৮ জুন কার্ডিফে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে টাইগারদের নিয়ে সতর্ক মরগান। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ খুবই ঐক্যবদ্ধ দল। ইতিমধ্যে ক্রিকেট বিশ্বকে বিমুগ্ধ করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপজুড়ে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।

বাংলাদেশকে নিয়ে সতর্কতার আরেকটি বড় কারণ আছে ইংল্যান্ডের। এর আগে দুইবার (২০১১ ও ২০১৫) বিশ্বকাপে টাইগারদের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংলিশরা।

সেসব জয়ে অসামান্য অবদান ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদদের। এবারো দলে আছেন তারা। রয়েছেন ফর্মের মগডালেও। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা আসছে ক্রিকেটের সর্বোচ্চ আসরে ভোগাতে পারে যেকোনো দলকেই।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,802FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles