0.8 C
New York
Saturday, December 10, 2022

Buy now

বিসিবিতে যুক্ত হচ্ছেন ভারতের ওয়াসিম জাফর!

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরুণ খেলোয়াড় ও বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে কাজ করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

ক্রিকইনফো বলছে, ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের সঙ্গে কাজ করবেন তাদের ব্যাটিং দক্ষতা ও প্রয়োজনীয় উন্নতির লক্ষ্যে।

আরও পড়ুন: টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস!

এর আগে, ২০১৯ সালে মিরপুরে বিসিবির অ্যাকাডেমিতে ব্যাটিং কনসালট্যান্ট ছিলেন ওয়াসিম। দেশটির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

এছাড়া মূল দলের সঙ্গেও কনসালট্যান্টের ভূমিকায় ছিলেন। এমনকি ২০১৮-১৯ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছিলেন।

আরও পড়ুন: চমক রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড!

ভারতের এই সাবেক ব্যাটসম্যান ২০১৯-২০২১ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ছিলেন। ২০২০ সালের মার্চে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর উত্তরখণ্ডের প্রধান কোচ হন। তবে পরে, অ্যাসোসিয়েশনের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ করেন।

এরপর, সবশেষ ওড়িশা সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ হন তিনি। ২০২১ সালের জুলাইয়ে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছিল।

বিডি স্পোর্টস নিউজ/জেএন

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,599FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles