9.4 C
New York
Tuesday, March 28, 2023

Buy now

বিসিসিআইয়ের সমালোচনায় ভারতের ক্রিকেটার অজয় জাদেজা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেকে বাদ দেয়ায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।

২০১৯ সালের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই পূজারার। তাছাড়া রাহানেও আছেন অফফর্মে। ২০২১ সালে রাহানের ব্যাটিং গড় মাত্র ২০। গত বছর মাত্র ৩টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

আরও পড়ুন : তিন সংস্করণে ভারতকে নেতৃত্ব দেয়া চ্যালেঞ্জিং: রোহিত শর্মা

এ কারণে জাতীয় দল থেকে পূজারা-রাহানের বাদ পড়া অনুমেয়ই ছিল। যদিও জাদেজার মতে, ঘরের মাঠে টেস্ট সিরিজে সহজেই ফর্মে ফিরতে পারতেন এই দুই অভিজ্ঞ সিনিয়র ব্যাটার।

আরও পড়ুন : শূন্য রানে ফিরে রেকর্ডখাতায় আফতাবের পাশে ইয়াসির রাব্বি

জাদেজা বলেন, ‘চেতেশ্বর রান করছিল। রাহানেও ভালো করছিল। যখন ঘরের মাঠে সিরিজ আসলো, তখনই তারা বাদ! আমি জানি না, সবসময়ের জন্য তাদের বিদায় জানানো হলো কিনা। তবে ভারতে যখন খেলা হয়, তখন ব্যাটাররা রান পায়। তাদের দুজনের শেষ দেখা যাচ্ছে। এই ধরনের সিদ্ধান্তগুলো আমাকে অনেক দুঃখ দেয়। বিশেষ করে যখন সিরিজ হারের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।’

পেঅসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের এই স্কোয়ার্ড থেকে আরও বাদ পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা এবং ফাস্ট বোলার ইশান্ত শর্মা।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,743FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles