আইপিএল মানেই চার ছক্কার ছড়াছড়ি, চিয়ার্স গার্লদের মন ভোলানো ডান্স আর ব্যাটসম্যানদের শতক অর্ধশতকের অসাধারণ ইনিংস। কিন্তু জেনে অবাক হবেন আইপিএলে যে দলটি সবচেয়ে বেশি শতক হাকিয়েছে তাদের নেই কোনো শিরোপা। অর্থাৎ, গত এগারোটি আসরে সেই দলটির খেলোয়াড়রা সবচেয়ে বেশিবার শতক হাঁকানোর পরও দলকে দেখাতে পারেনি কোনো শিরোপার মুখ।
এইটাও কি সম্ভব! হ্যা, এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বর্তমান সময়ে ইন্ডিয়া তথা বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে অভাগা দল বলা হয় আরসিবিকে। কেননা এখন পর্যন্ত একটিও শিরোপা জিততে পারেনি তারা আইপিএলে। অথচ, বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো তারকা রয়েছেন দলটিতে।
আইপিএলের গত এগারো আসরের পরিসংখ্যান ঘেটে জানা যায়, এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ১২ টি সেঞ্চুরি হাঁকিয়ে কোনো শিরোপা না পাওয়া দল আরসিবি। মজার ব্যাপার হলো সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো দলগুলোর মধ্যে প্রথম তিনটি দলই এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি।
আসুন দেখে নেওয়া যাক হতভাগা সেই দলগুলোর নাম ও সেঞ্চুরির সংখ্যা।
১২ সেঞ্চুরি – রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (শিরোপা নেই)
১০ সেঞ্চুরি – কিংস ইলেভেন পাঞ্জাব (শিরোপা নেই)
৮ সেঞ্চুরি – দিল্লি ডেয়ারডেভিলস (শিরোপা নেই)
৮ সেঞ্চুরি – চেন্নাই সুপার কিংস (৩ শিরোপা)
৪ সেঞ্চুরি – মুম্বাই ইন্ডিয়ান্স (৩ শিরোপা)
৪ সেঞ্চুরি – রাজস্থান রয়্যালস (১ শিরোপা)
২ সেঞ্চুরি – ডেকেন চার্জার্স (১ শিরোপা)
২ সেঞ্চুরি – রাইজিং পুনে সুপারজায়ান্টস (শিরোপা নেই)
১ সেঞ্চুরি – কলকাতা নাইট রাইডার্স (২ শিরোপা)
১ সেঞ্চুরি – সানরাইজার্স হায়দরাবাদ (১ শিরোপা)