বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা পাঁচবার ঘরে তুলেছে সবচেয়ে সফল দল ব্রাজিল। তবে শেষবার ঘরে তুলেছে ২০০২ সালে। এর পর দুইদশক আর কোনো সফলতার দেখা পায়নি দলটি।
চলতি বছরে এশিয়ার দেশে কাতারে বসছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত ছিল ব্রাজিল। হারেনি একটিও ম্যাচ। ছন্দে আছেন দলটির তারকারা। তাই তো এবার ব্রাজিলকে নিয়ে আশায় বুক বাঁধছেন কিংবদন্তি রবার্তো কার্লোস।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটরদের আত্মবিশ্বাস নিচের দিকে: ডমিঙ্গো
সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, ব্রাজিলের একটা দারুণ দল আছে। ব্রাজিলের বিশ্বকাপ জেতার সময় চলে এসেছে, কারণ শিরোপার সঙ্গে শেষ ছবিটা আমাদের ২০০২ বিশ্বকাপের।
‘আমি বেশ আশাবাদী। বিশ্বকাপটা জেতা অতো সহজ হবে না। আমাদের পর থেকে শেষ কয়েকবার ব্রাজিলের দলগুলো সব বারের মতোই ভালো ছিল, তারা দুর্দান্ত কিছু ম্যাচ খেলেছে বটে, কিন্তু শিরোপা জেতার মতো ভালো খেলেনি।’
আরও পড়ুন: বাংলাদেশের হয়ে খেলতে চান ব্রাজিলের তারকা!
গত বছর নিজেদের দশম কোপা জয়ের সুযোগ ছিল ব্রাজিল। তবে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ায় ব্রাজিল। অন্যদিকে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা।
কার্লোস বলেন, ‘কোপা আমেরিকা গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রাজিলিয়ানদের জন্য বিশ্বকাপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এর একটা আলাদা স্বাদ আছে। মোমেন্টামটা ব্রাজিলের পক্ষে আছে। ইউরোপীয় সংবাদ মাধ্যম ইতোমধ্যেই ব্রাজিলকে অন্যতম ফেভারিট বানিয়ে দিয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।’
বিডি স্পোর্টস নিউজ/জেএস/এনআই