আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে বাংলাদেশ সময় ১:৪৫ মিনিটে প্রতিপক্ষ চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ২০১৯ সালে ব্রাজিলের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ এটি। প্রথম ম্যাচে পুচকে পানামার বিরুদ্ধে অপ্রত্যাশিত ড্র করে সমালোচনার মুখে পড়েছিল তারা।
চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ নিশ্চিত করেছে ৫ বারের বিশ্বসেরা দলটি। আজকের ম্যাচে জিততে মরিয়া ব্রাজিল। তাই প্রথম ম্যাচের একাদশে অমূল পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে তারা।
দেখে নিন আজকের ম্যাচের একাদশে কে কে থাকছেন।
গোলকিপারঃ অ্যালিশন।
ডিফেন্ডারঃ আলেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো।
মিডফিল্ডারঃ কৌতিনহো, লুকাস পাকুয়েতা, ক্যাসমিরো, অ্যালান।
ফরোয়ার্ডঃ ফিরমিনো, রিচারলিশন।