জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আইপিএলের মাঝপথে দেশে ফিরে আসলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের টিম হোটেল ছাড়ার সময় মুস্তাফিজকে শুভকামনা জানিয়েছেন হেড কোচ রিকি পন্টিং।
বুধবার (৩ মে) বিকালে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছান মুস্তাফিজুর রহমান। বিদায়বেলায় ফিজকে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
হেড কোচ রিকি পন্টিং মুস্তাফিজের কাঁধে হাতে রেখে তুলেছেন ছবি, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস।
ক্যাপশনে লিখেছে, ‘আমাদের সকলের পক্ষ থেকে একজন কোচের আশীর্বাদ ও শুভকামনা, আমাদের বাঘকে (মুস্তাফিজ) পান্টার (পন্টিং)।’
বৃহস্পতিবার (৪ মে) সকালেই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মুস্তাফিজ। আসন্ন এ ওয়ানডে সিরিজের জন্য ফিজকে শুভকামনা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস পোস্টে লিখেছে, ‘আয়ারল্যান্ড সিরিজে ভালো পারফর্ম কর ফিজ।’