কোন আয়োজন ছাড়াই বিয়ে হচ্ছে কাটার মাস্টার খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর স্বল্প পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হতে যাচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।
এর একমাত্র কারণ মোস্তাফিজের মা অসুস্থ। অবশ্য তার মায়ের পছন্দের মেয়ের সাথেই বিয়ে হচ্ছে।
জানাগেছে তার মামাতো বোনকেই বিয়ে করছেন তিনি। তারা মামাতো বোনের নাম সামিয়া পারভীন সিমু।
মোস্তাফিজের বড় ভাই জানান, আমাদের মেজ মামার মেয়ে মোসাঃ সামিয়া পারভীন সিমুকে বিয়ে করতে যাচ্ছেন মোস্তাফিজ। পারিবারিকভাবে এ বিয়ে হচ্ছে। সামিয়া পারভীন সিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
এদিকে বিয়েতে কোন বড় আয়োজন না করার বিষয়ে কারণ হিসেবে তারা মামা মোস্তাফিজের হবু শ্বশুর জানিয়েছেন মোস্তাফিজের মা অসুস্থ। এজন্যই মূলত কোন আয়োজন ছাড়া বিয়ে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘উভয় পরিবারের সম্মতিতেই বিয়েটা হচ্ছে। মোস্তাফিজের মা ও আমার মা দুজনই চায় এই বিয়েটা হোক। এরপর আমরা পারিবারিকভাবেই তাদের বিয়েতে একমত হয়েছি। মেয়ে এখনো ঢাকায়। আজ রাতেই বাড়ি ফেরার কথা রয়েছে।’ বিয়ের দিনক্ষণের বিষয়ে সঠিক কোন তথ্য দেননি তিনি।