দুই ম্যাচ পর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলে জায়গা পেলেন মোহাম্মদ আশরাফুল। আজ (শুক্রবার) লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ব্যাটে রানের দেখা পেয়েছেন তিনি।
গেল ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। যার সুবাদে হওয়া বিপিএলে রান খরায় ভোগার পরও মোহামেডান তাকে দলে টানে। আসরের শুরুতে টি-টোয়েন্টি ফরম্যাট দুটি ম্যাচ ও লিগের প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে চারটি ম্যাচের তিনটিতেই শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। তাই লিগের তৃতীয় ও চতুর্থ রাউন্ডে সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়।
তবে শুক্রবার থেকে শুরু হওয়া লিগের পঞ্চম রাউন্ডে তাকে আবার দলে ফিরিয়ে আনে মোহামেডান। এদিন শেখ জামালের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং নেন মোহামডোন অধিনায়ক রকিবুল। ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে তারা।
এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন আশরাফুল। টানা অফফর্মে থাকায় ধীরেসুস্থে নিজের ইনিংস এগিয়ে নেন তিনি। আশা জাগিয়েছিলেন চলতি মৌসুমে নিজের প্রথম ফিফটির। তবে তানবীর হায়দারের বলে উইকেটের পেছনে ধরা পড়ে যান।
আউট হওয়ার আগে ৭৪ বলে ৫ চারের মারে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া মোহামেডানের পক্ষে আব্দুল মাজিদ ৫২ এবং চতুরাঙ্গা ডি সিলভা খেলেন ৩৯ বলে ৪৯ রানের ইনিংস। এদিন আশরাফুল দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেন।