FB Link: https://www.facebook.com/111555930454234/videos/2593579500752502/
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ রবিবার। বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে ম্যাচটি।
দীর্ঘ সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় দল। নিজেদের শেষ পাঁচটি ওয়ানডেতে শোচনীয় পরাজয়ের বৃত্ত থেকে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বেরিয়ে আসতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়! তবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে জয় বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে।
বিশ্বকাপের পর আবারো মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এটিই হয়তো মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সিরিজ হতে যাচ্ছে। মাশরাফির সাথে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। নেই শুধু পঞ্চপাণ্ডবের অন্যতম সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), তিনাশে কামুনুকামে, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রিচমন্ড মুতাম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো, ওয়েসলি মাধেব্রে, ক্রিস মোফু ও চার্ল মুম্বা।