এবার বিয়ের পিড়িতে বসছেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। আগামী শুক্রবারেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। মুস্তাফিজের পরিবারের একটি সূত্র থেকে জানা গেছে বিয়ে করছেন তিনি।
বিয়ের অনুষ্ঠানকে সামনে রেখে আগামী কয়েকদিন গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন মুস্তাফিজ।তার গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। এই বিষয়টি মুস্তাফিজ নিজেই স্বীকার করেছেন।
এদিকে জোর গুঞ্জন, বিয়ের পাত্রী মুস্তাফিজের এলাকা সাতক্ষীরার মেয়ে ও নিকট আত্মীয়া। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। কনের নামের আদ্যাক্ষর ‘শ’। বিয়ের অনুষ্ঠানকে সামনে রেখে ২১শে মার্চ আজ কন্যা ঢাকা ত্যাগ করবেন।
২৪ বছর বয়সী মুস্তাফিজের ২০১৫ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দেন। এখন পর্যন্ত তিনি ৪৩টি ওয়ানডে, ১৩টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।