আইপিএল দ্বাদশ আসরে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। ইডেন গার্ডেনে মাঠে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইটরাইডার্স। চলতি আইপিএল ১২তম আসরে আজ ২৪ মার্চ রোববার নিজেদের প্রথম ম্যাচে কেকেআরের বিপক্ষে মাঠে নামবে সাকিবের হায়দরাবাদ। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), দীপক হুডা, মানিশ পান্ডে, বিজয় শঙ্কর, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কৌল।
কলকাতা নাইট রাইডার্সের একাদশঃ ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উত্থাপা, সুভম্যান গিল, নিতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক ও অধিনায়ক), আন্দ্রে রাসেল, পীযুষ চাওলা, কূলদ্বীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, লকি ফার্গুসন।