10.3 C
New York
Saturday, April 20, 2024

Buy now

সিপিএলের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপার লড়াইয়ে বারবাডোজ রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জ্যামাইকা তালাওয়াশ। চ্যাম্পিয়ন হতে জ্যামাইকার মাত্র ১৬২ রানের লক্ষ্য ছিল। ২৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

শনিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় অনুষ্ঠিত সিপিএলের ফাইনালে বারবাডোজ রয়্যালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। সিপিএলে এটি তাদের ৩য় শিরোপা।

আরও পড়ুন: ম্যানেজারের দায়িত্ব থেকে সরানো হলো নাফিসকে

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৬১ রান সংগ্রহ করে বারবাডোজ। যা তাড়া করতে নেমে ১৭ ওভারের আগেই জয় তুলে নেয় জ্যামাইকা। ফাইনালে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জ্যামাইকার বোলার অ্যালেন। এ ছাড়া গর্ডনও নেন ৩ উইকেট।

এক নজরে দেখে নেন বারবাডোজ রয়্যালস ও জ্যামাইকা তালাওয়াশ এর সংক্ষিপ্ত স্কোর:

বারবাডোজ রয়্যালস: ২০ ওভারে ১৬১/৭ (কর্নওয়াল ৩৬, মেয়ার্স ২৯, আজম ৫১, হোল্ডার ১৭, নাজিবউল্লাহ ৬, করবিন ৭, টমাস ৭, মুজিব ১*; প্রিটোরিয়াস ২-০-২৪-০, গ্রিন ২-০-২৩-০, ইমাদ ৪-০-১৮-১, অ্যালেন ৪-০-২৪-৩, গর্ডন ৪-০-৩৩-৩, নবি ৩-০-২৮-০, রিফার ১-০-৮-০)।

আরও পড়ুন: এবার নিউমোনিয়ার পর করোনায় আক্রান্ত নাসিম শাহ

জ্যামাইকা তালাওয়াশ: ১৬.১ ওভারে ১৬২/২ (কিং ৮৩, লুইস ০, ব্রুকস ৪৭, পাওয়েল ১৪; মেয়ার্স ২-০-১৪-১, বিশপ ৩-০-২৭-০, হোল্ডার ৩-০-১৪-১, সিমন্ডস ২-০-২৭-০, ম্যাককয় ২.১-০-১৭-০, মুজিব ৩-০-৪১-০, করবিন ১-০-১৭-০)।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles