10 C
New York
Friday, April 19, 2024

Buy now

অনেক আক্ষেপ নিয়ে সোমবার শুরু হচ্ছে উইম্বলডন

নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামসও রয়েছেন এ আসরে। তবু অনেক ‘নেই’-এর আক্ষেপ নিয়ে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন। ১৯৯৯ সালে অভিষেকের পর লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে এবারই প্রথম দেখা যাবে না রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। চোটের কারণে নেই দ্বিতীয় বাছাই জভেরেভও।

নিষেধাজ্ঞা শীর্ষবাছাই রাশিয়ার দানিল মেদভেদেভকে দর্শক বানিয়ে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে এবারের আসরে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। বিতর্কিত এ সিদ্ধান্তের পালটা হিসেবে বিশ্ব টেনিস সংস্থা জানিয়ে দিয়েছে, এবারের উইম্বলডনে থাকছে না র্যাংকিং পয়েন্ট। অর্থাৎ র্যাংকিংয়ে টুর্নামেন্টের পারফরম্যান্সের কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুনঃ লাইভ দেখুন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি

ড্রয়ের ভিন্ন অর্ধে পড়ায় পুরুষ এককের ফাইনালেই শুধু দেখা হতে পারে দুই মহাতারকা নাদাল ও জোকোভিচের। রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ২২-এ নিয়ে গেছেন। তবে ঘাসের কোর্টের উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচই ফেভারিট। জেতার তাড়নাও তার বেশি থাকার কথা।

২০টি গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ করোনার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ইউএস ওপেন এবার খেলা হবে না তার। ফলে এ বছর গ্র্যান্ড স্লাম জেতার এটাই তার শেষ সুযোগ। ফেভারিট না হলেও নারী এককে আলোচনার কেন্দ্রে সেরেনা। চোট নিয়ে গত এক বছর কোর্টের বাইরে থাকায় র্যাংকিংয়ে ১২০৪ নম্বরে নেমে গেছেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন কিংবদন্তি।

আরও পড়ুনঃ নারীর আইনজীবীর কাছে ক্ষতিপূরণের দাবিতে রোনালদো

সেরেনা উইলিয়ামস এত পেছনে থেকে ফেরার টুর্নামেন্টে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারলে নতুন ইতিহাস গড়বেন। তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা নাম্বার ওয়ান ইগা সিওনতেক। ফরাসি ওপেনজয়ী পোলিশ তারকা উইম্বলডনে নামছেন টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে।

বিডি স্পোর্টস নিউজ/এইচএন

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles