সমালোচনায় মুখর সৌম্য এখন আলোচনার শীর্ষে। রানের পাহাড় তুলে দেখিয়ে দিলেন তার যোগ্যতা। চলতি ডিপিএলের শেষ রাউন্ডে শেখ জামালের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। আর তার এই ডাবল সেঞ্চুরির সাথে হয়ে গেলো আরো কয়েকটি রেকর্ড।
এদিন ১৫৩ বলে ১৪ চার ও ১৬ ছয়ে ২০৮ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশি এ ওপেনার। আবাহনী হয়ে ১৬ ছক্কায় লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন সৌম্য।
আর তাই, বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়ের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের অফিসিয়াল টুইটারে সৌম্য সরকারের একটি ছবি পোস্ট করেছে।
পোস্টটিতে লেখা হয়েছে, লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল (২০৮*) সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য।
এছাড়া চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন তিনি। রবিবার বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৬ করেছেন ৭১ বলে।