10.3 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ব্যথা নিয়েই অনুশীলনে ফিরলেন মাশরাফি

দীর্ঘদিন পর বৃহস্পতিবার বল হাতে অনুশীলনে ফিরলেন দেশসেরা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সকাল গড়িয়ে দুপুর নামার আগেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে হালকা অনুশীলন করলেন তিনি। একাডেমি মাঠে শর্ট রানআপে বোলিংও করলেন।

মাশরাফির বলে ব্যাট করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে ছিলেন তামিম ইকবালও। মাশরাফি, তামিম আর রিয়াদ ৩ জনই এবারের বিপিএলে ঢাকার খেলোয়াড়। তবে তারা দলের হয়ে প্র্যাকটিসে নামেননি। এটা আসলে ব্যক্তিগত অনুশীলন। শুরুর আগে নিজেদের তৈরি করা যাকে বলে।

দীর্ঘদিন পর মাঠে এসেছেন মাশরাফি, খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার আগ্রহ ছিল তাকে ঘিরেই। শের-ই-বাংলায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের হতাশ করেননি নড়াইল এক্সপ্রেস।

প্রাথমিক কথোপকথনটা হয় বিসিএল ওয়ানডে ফরম্যাটে তার খেলা নিয়ে। সেইসঙ্গে শারীরিক অবস্থা এখন কেমন, কতটা ফিট মনে করছেন নিজেকে, এসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণমাধ্যমকর্মীরা।

মাশরাফির ভাষায়, ‘বিসিএলে খেলব কিনা এখনও নিশ্চিত নয়। আসলে ব্যাক পেইন আছে। আসছি অনেকদিন পর। একটু সময় লাগবে। আর সামনে বিপিএল আছে, শুরু করছি আস্তে আস্তে।’

বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট খেলা নির্ভর করছে পিঠের অবস্থার ওপর, জানিয়ে মাশরাফি বলেন, ‘ব্যাক পেইনটা কি অবস্থা হয়, সেটার ওপর আসলে ডিপেন্ড করছে বিসিএল খেলব কিনা। খেলার কথা ছিল। তবে যেটা বললাম, আসলে প্রস্তুতিটা পুরোপুরি না হলে নিশ্চিত করে বলতে পারছি না।’

এতদিন পর বোলিং করলেন, কেমন লাগছে? মাশরাফির জবাব, ‘না, বোলিং তো করিনি আসলে। শর্ট রান আপে দেখছিলাম যে কী অবস্থা। বোলিংয়ের সময় রিয়াদ ভালো বলতে পারবে। ফুল রানআপে আসলে এখনও তো করিনি, তো এখনই এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এখন যেটা হচ্ছে, একটা রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছি।’

তিনি আরও বলেন, ‘আগের চেয়ে ব্যথা কিছুটা কমেছে। আশা করছি আগামী সপ্তাহে ফুল রানআপে বোলিং করতে পারব। তখনই বোঝা যাবে, আসলে ব্যথাটার কি অবস্থা। তবে যেহেতু ফিটনেস ঠিক আছে, আমার কাছে মনে হয় না ছন্দে ফিরতে বেশিদিন লাগবে। যত তাড়াতাড়ি ফুল রানআপে ফিরতে পারব ততই ভালো।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles