7.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

অবসরের সময় এসেছে মাশরাফির: আসিফ নজরুল

মাশরাফিকে নিয়ে কিছু কথা।

মাশরাফিকে ভালোবাসতো বাংলাদেশের প্রতিটি মানুষ। তিনি খুব ভাল বোলার ছিলেন, দলের প্রয়োজনে মাঝে মাঝে ভাল ব্যাট করতেন। অধিনায়ক হিসেবে চমৎকার, ব্যাক্তি হিসেবে অসাধারন।

তাকে মানুষের কাছে হেয় করা হয় আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে নয়। এটি করা হয় তাকে চরম প্রশ্নবিদ্ধ ও অন্যায় একটি নিবার্চনের সুবিধাভোগী বানিয়ে। তাকে আরেকদফা প্রশ্নবিদ্ধ করা হয় তার অপমান হয়েছে এই অজুহাতে কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে। এরমধ্যে একজন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বিশ্বকাপ চলাকালীন সময়ে যার পরিণতিতে তিনি বিশ্বের সেরা একটি দৈনিকের শিরোনাম হন নেতিবাচকভাবে।

তিনি এখন আর সবার কাছে জনপ্রিয় নন, তাকে নিয়ে জন্ম নিচ্ছে বিভিন্ন প্রশ্ন। এসব তার খেলাকে কি মারাত্নকভাবে প্রভাবিত করেছে তার প্রতিফলন দেখলাম আমরা এবারের বিশ্বকাপে।

মাশরাফির সমালোচনা হলে যারা রাগ করেন তাদের বলি, আপনাদের বরং রাগ হওয়া উচিত যারা তাকে বিভিন্ন কিছুতে জড়িয়ে তার খেলোয়াড়ি জীবনের বারোটা বাজিয়েছে তাদের উপর।

আমার আসল রাগ তাদের উপর। মাশরাফির উপর নয়। কিন্তু তাই বলে তিনি খারাপ খেললে তা বলতে পারবো না কেন?

মাশরাফির সময়ে এসেছে অবসরের। তার বিভিন্ন অবদান ও খেলোয়াড়দের প্রতি তার সহমমির্তা বিবেচনা করে তাকে বরং ক্রিকেট ব্যবস্থাপনার সাথে জড়িত করা হোক।

আর ভবিষ্যতে বিষবৎ রাজনীতিতে মাশরাফির মতো আমাদের সম্পদদের জড়ানোর চিন্তা বাদ দেয়া হোক।

আসিফ নজরুলের ফেইসবুক পেজ থেকে বিডি স্পোর্টস নিউজের পাঠকদের জন্য হুবুহু তুলে দেওয়া হলো।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles