9.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে যারা

১১ বছর পেরিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ সংস্করণ। শনিবার মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

জমজমাট এই টুর্নামেন্টটিতে বসে তারার হাট। টি-টুয়েন্টির মারদাঙ্গা পারফরম্যান্সের সবচেয়ে বড় আসর আইপিএলে। আসুন দেখে নেওয়া যাক টুর্নামেন্টের শীর্ষ ১০ রান সংগ্রাহক কারা—

১০। দশ নম্বরে রয়েছেন এবি ডেভিলিয়ার্স। ১৪১টি ম্যাচ খেলে ৩৯৫৩ রান করেছেন এবিডি। গড় ৩৯.৫৩।

৯। নয় নম্বরে নাম রয়েছে ক্রিস গেইলের। ১১২টি ম্যাচ খেলে ৩.৯৯৪ রান করেছেন গেইল। গড় ৪১.১৭।

৮। তালিকার অষ্টম স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ১১৪টি ম্যাচ খেলে ৪,০১৪ রান করেছেন ডেভিড। গড় ৪০.৫৪।

৭। এই তালিকার সাত নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাহি ১৭৫টি ম্যাচ খেলে ৪,০১৬ রান করেছেন। গড় ৪০.১৬।

৬। এই তালিকার ছয় নম্বরে রয়েছেন শিখর ধওয়ন। ১৪৩টি ম্যাচ খেলে ৪,০৫৮ রান করেছেন শিখর। গড় ৩৩.২৬।

৫। পাঁচ নম্বরে রয়েছেন আরেক নাইট রবিন উথাপ্পা। ১৬৫টি ম্যাচ খেলে ৪,০৮৬ রান করেছেন রবিন। গড় ২৮.৫৭।

৪। চার নম্বরে রয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫৪টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৪২১৭ রান। গড় ৩১.৮৩।

৩। তিন নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। ১৭৩টি ম্যাচ খেলে তাঁর রান ৪৪৯৩। গড় ৩১.৮৬।

২। দ্বিতীয় স্থানে রানমেশিন বিরাট কোহালি। ১৬৩টি ম্যাচ খেলে ৪,৯৪৮ রান করেছেন বিরাট। তাঁর গড় কিন্তু প্রথম জনের চেয়ে বেশি, ৩৮.৩৫।

১। এই তালিকায় সবার উপরে রয়েছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস, গুজরাত লায়নস, দু’টি দলের হয়েই চমৎকার খেলেছেন রায়না। ১৭৬টি ম্যাচ খেলে তাঁর স্কোর ৪৯৮৫ রান। গড় ৩৪.৩৭।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles