15.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

আইপিএল পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ

[et_pb_section admin_label=”section”] [et_pb_row admin_label=”row”] [et_pb_column type=”4_4″][et_pb_text admin_label=”Text”]

চলছে আইপিএল দ্বাদশ আসর। ২৩ মার্চ থেকে শুরু হওয়া এই ফ্রাঞ্চাইজি লিগের এরই মধ্যে তিন ভাগের দুই ভাগ খেলা শেষ হয়েছে। মজার বিষয় হচ্ছে টানা ছয়টি পরাজয় দিয়ে আসর শুরু করা রয়্যাল চ্যাঞ্জোর্স ব্যাঙ্গালুরু শেষ দিকে এসে ছন্দে ফিরেছে দলটি। ১১ ম্যাচে তাদের জয় ৪টিতে। অন্যদিকে আসরের শুরুতে ছন্দে থাকা কলকাতা এখন অনেকটাই ছন্দহীন। ১০ ম্যাচে চারটি জয় নিয়ে ব্যাঙ্গালুরুর ঠিক উপরে ষষ্ঠ স্থানে অবস্থান করছে তারা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিল পয়েন্ট টেবিলে আট দলের বর্তমান অবস্থান।

১) চেন্নাই সুপার কিংস– ইতিমধ্যেই ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে উনিশের আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস৷ ধোনির কাপ্তানিতে লিগের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই৷

২) দিল্লি ক্যাপিটালস– ১১ ম্যাচে পয়েন্ট ১৪, দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মেন্টরশিপে প্লে-অফের স্বপ্ন দেখাছে বদলে যাওয়া দিল্লি৷ লিগে এখনও পর্যন্ত ৭ ম্যাচে জয় পেয়ে প্রথম চারে জায়গা ধরে রেখেছে পৃথ্বী-পন্তরা৷

৩) মুম্বাই ইন্ডিয়ান্স– ১০ ম্যাচে ৬টিতে জয় পেয়ে পয়েন্ট ১২, রোহিতরাও প্লে-অফের যোগ্য প্রতিনিধি৷ লিগের ফাইনাল ল্যাপে শেষ ম্যাচগুলিতে মুম্বাই কেমন পারফর্ম্যান্স করে সেটাই এখন দেখার বিষয়৷

৪) সানরাইজার্স হায়দরাবাদ– ১০ ম্যাচে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে এখন ১০ পয়েন্ট৷ বাকি চার ম্যাচ অবশ্য কঠিন হতে চলেছে সানরাইজার্সের৷ শেষ ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছে সানরাইজার্স৷ অন্যদিকে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছেন দলের অন্যতম ভরসার নাম বেয়ারস্টো৷ মে’র শুরুতে অজিদের বিশ্বকাপ প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা ওয়ার্নারের৷ দুই ওপেনার দেশে ফিরে গেলে সানরাইজার্স লিগের শেষ ধাপে কেমন খেলে সেটাই এখন দেখার৷

৫) কিংস ইলেভেন পাঞ্জাব– লিগের শুরুটা দারুণ ছন্দে হলেও এখন বেশ কয়েক ম্যাচে তীরে এসে তরি ডোবায় পিছিয়ে পড়েছে পাঞ্জাব৷ ১১ ম্যাচে ৫টিতে জিতে প্রীতি জিনতার ফ্র্যাঞ্চাইজির সংগ্রহ এখন ১০ পয়েন্ট৷

ipl 2019, ipl, ipl point table, bdsports, bd sports, bd sports news, sports news, bangla news, bd news, news bangla, cricket, cricket news, আইপিএল 2019 খবর, IPL T20 News in Bengali, bd sports news cricket, bd sports news football,

৬) কলকাতা নাইট রাইডার্স– রাসের ধামাকা থাকলেও শেষ ৫ ম্যাচে টানা হার৷ ফলে ১০ ম্যাচ থেকে নাইটদের পয়েন্ট মাত্র ৮৷

৭) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু– কোহলির নাছোড় মানসিকতায় ভর করে লিগের শেষ ধাপে জ্বলে উঠেছে আরসিবি৷ চার ম্যাচে জিতে কোহলিদের ঝুলিতে এখন ৮ পয়েন্ট৷ চেন্নাই থেকে শুরু করে পঞ্জাবের মতো কঠিন দলকে শেষ ওভারের হাইভোল্টেজ ড্রামায় হারিয়ে নতুন করে আশা দেখাচ্ছে বিরাটের আরসিবি৷

৮) রাজস্থান রয়্যালস– ১০ ম্যাচে পয়েন্ট মাত্র ৬৷ বৃহস্পতিবার নাইটদের ডেরায় কেকেআরের বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান৷ অধিনায়ক বদলের পর স্মিথের নেতৃত্বে জয়ে ফিরলেও শেষ ম্যাচে দিল্লির কাছে ধাক্কা খেতে হয়েছে রয়্যালসদের৷ শেষ পর্যন্ত রাহানেরা লিগে কত নম্বরে শেষ করে সেটাই এখন দেখার বিষয়৷

[/et_pb_text][/et_pb_column] [/et_pb_row] [/et_pb_section]

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles