5.9 C
New York
Friday, March 29, 2024

Buy now

আকাশ চোপড়ার চুলচেরা বিশ্লেষণে বড় সুখবর দিলো বাংলাদেশকে

আসন্ন বিশ্বকাপ নিয়ে ক্রিকেট প্রিয় মানুষগুলোর মাঝে এরই মধ্যে ছড়িয়ে পরেছে ব্যাপক উত্তেজনা। সবার মুখে মুখে ক্রিকেট নিয়ে আলোচনা। নিজেদের প্রিয় দলগুলো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর টাইগার ভক্তদের আশার পারদ পৌঁছে গেছে সর্বোচ্চ উচ্চতায়। তবে সাধারণ ক্রিকেটপ্রিয় মানুষগুলোর মতো তারকারাও বাংলাদেশের বন্দনা করছেন প্রাণ খুলে। ভারতের সাবেক ক্রিকেটার ও হালের জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়াও সম্প্রতি এই বন্দনায় যোগ দিয়েছেন।

সম্প্রতি আকাশ নিজের ভ্যারিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপের ১০ দলের চুলচেরা বিশ্লেষণ করেছেন। বাদ যায়নি বাংলাদেশও। বাংলাদেশ দলের বিশ্বকাপে সম্ভাবনা নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।

আকাশ চোপড়া বলেছেন বিশ্বকাপের ৪ সেমিফাইনা লিস্টের মধ্যে তিন দল হবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। চতুর্থ দলের বিষয়ে বলতে যেয়ে আকাশ বলেন, ” বাংলাদেশ হবে আমার চতুর্থ দল। নিউজিল্যান্ডও কড়া লড়াই করবে এই স্পটের জন্য। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে থাকবেনা। তবে আমি বাংলাদেশকে এগিয়ে রাখবো।“

আকাশ আরো বলে, ”এই দলের এক্স ফ্যাক্টর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তাদের উপর নির্ভর করবে বাংলাদেশ কতদূর যাবে এই বিশ্বকাপে। মাহমুদউল্লাহর আরো উপরে ব্যাট করা উচিত। সে আইসিসি ইভেন্টে ভালো করেছে। কমপক্ষে ৫ এর মাঝেই তার ব্যাট করা উচিত।“

মেহেদি হাসান মিরাজকে নিজের পছন্দের খেলোয়াড় হিসেবে বলতে যেয়ে বলেন, ”মিরাজ খুব ভালো একজন খেলোয়াড়। ভালো স্পিন বোলিং করে থাকে, তার একশন আমার বেশ পছন্দ। এছাড়া ব্যাটিংও ভালো করে থাকে। একজন টু ডাইমেনশনাল খেলোয়াড় সে।“

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের সেরা শক্তি উল্লেখ্য করে আকাশ বলেন, ”মাশরাফি এই দলের নেতা। দুই হাটুর অপারেশনের পর তার পেস অবশ্য কমে গিয়েছে। তবে, মনের মাঝে কিছু করার স্পৃহা দিয়ে যদি কেউ কিছু করতে পারে তাহলে সে হচ্ছে মাশরাফি। তার মাঝে অনুপ্রেরণার কোন অভাব নেই। মাশরাফি উইকেটও নিয়ে থাকেন, রানও আটকিয়ে থাকেন। সব মিলিয়ে একজন সেরা খেলোয়াড় মাশরাফি।“

এছাড়া গত আইসিসি চ্যাম্পিয়নশিপ আসরে বাংলাদেশের সাফল্য, সাম্প্রতিক এশিয়া কাপের সাফল্যে ও সম্প্রতি প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের ফলে সব দিক বিবেচনায় আকাশ চোপড়া বাংলাদেশকে সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে এগিয়ে রাখছেন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles